৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাটা রাইফেল-পাইপগানসহ গ্রেপ্তার যুবক

অনলাইন ডেস্ক।।
শেরপুরের গারো পাহাড়ে অস্ত্র ও গুলিসহ নির্মল সাংমা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সে কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মাইকেল মারাকের ছেলে। এ ঘটনায় সোমবার দুপুরে ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার যুবককে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া।

র‌্যাব, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল রোববার রাত তিনটার দিকে নওকুচি পাহাড়ি গ্রামে ডাকাত ও চোর ধরতে অভিযান পরিচালনা করে।

এসময় স্থানীয় বিনেশ এর বাড়ির উত্তর পাশে একটি লিচু বাগানে তল্লাশি করার সময় নির্মল সাংমাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে একটি দেশীয় কাটা রাইফেল, একটি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ ও তিনটি ককটেল উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১৪ জামালপুরের স্কোয়াড়্রন লিডার কোম্পানি কমান্ডার আশিকউজ্জামান বলেন, এ অস্ত্রের উৎস এবং কারা কোথা থেকে এনেছে তা বের করতে আমরা কাজ করছি। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা হয়েছে। 

আরো দেখুন
error: Content is protected !!