৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ঈদের জামাতে প্রকাশ্যে গুলি; একজন আহত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদরের সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ মে) সকাল ৮ টায় সদরের পাচঁথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকার ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, সকালে মুসল্লিরা ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে আসেন।

এসময় গোলাবাড়ি এলাকার স্থানীয় রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করলে তার ডান হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় ভয়ে ঈদগাহে থাকা মুসল্লিরা এদিক-সেদিক ছোটাছুটি করেন।

পরে গুলিবিদ্ধ মোস্তাককে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

যারা এ ঘটনার সঙ্গে যারা জড়িত তারা পালিয়েছে। এদিকে গুলির ঘটনায় ওই ঈদগাহে সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, কিছুদিন আগে রুবেল পূর্ব শত্রুতার জেরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এর আগেও তিনি প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।

পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরো দেখুন
error: Content is protected !!