৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ৩২ কেজি গাঁজা ও ১ টি পুরাতন ব্যাটারীচালিত অটোরিকশা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার কোতয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) কাজী ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় পাকা রাস্তার উপর ৩২ কেজি গাঁজা সহ মোঃ রাকিব হোসেন(২২) এ বং সাইদুর রহমান শাকিব (১৯)দ্বয়কে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হল-১। মোঃ রাকিব হোসেন(২২), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-শব্দলপুর, থানা-মুরাদনগর, বর্তমানে-চানপুর বৌ-বাজার, বুলবুলি বেগমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, ২। সাইদুর রহমান শাকিব প্র: কাজল (১৯), পিতা-মোঃ জাহাঙ্গীর হোসেন, সাং-কালাকচুয়া, থানা-বুড়িচং, বর্তমানে-চানপুর বৌ-বাজার শফিকুর রহমান এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- কুমিল্লা কোতয়ালী, উভয় জেলা –কুমিল্লা।

উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!