৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বিপুল পরিমাণ আতশবাজীসহ দুইজন চোরাকারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক।।
র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে ৬,৬৪,০০০ পিস চোরাচালানকৃত ভারতীয় শুল্ক-কর ফাঁকি দেয়া আতশবাজীসহ দুইজন চোরাকারবারি গ্রেফতার।

গত ১৫ মে ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৬,৬৪,০০০ পিস চোরাচালানকৃত ভারতীয় শুল্ক-কর ফাঁকি দেয়া আতশবাজীসহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত চোরাকারবারিদ্বয় হলো হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী গ্রামের চঁান মিয়ার ছেলে মোঃ শাহাদাত হোসেন(২১) এবং একই থানা কালিয়াজুরী গ্রামের চঁান মিয়ার ছেলে মোঃ হোসেন(৩২)।

গ্রেফতারকৃত চোরাকারবারিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে চোরাচালানকৃত ভারতীয় শুল্ক-কর ফাঁকি দেয়া আতশবাজীসহ বিভিন্ন ধরনের চোরাচালানকৃত পন্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!