৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যুও

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আতিফা আবেদীন ইশরা (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা খান বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নিহত ইশরা উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের শিক্ষক আবদুল কাউয়ুম শিপনের মেয়ে।

নিহতের বাবা আবদুল কাউয়ুম শিপন বলেন, ইশরা তার মায়ের সঙ্গে চান্দিশকরা নানা বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় সে। দীর্ঘ সময় ধরে তাকে না দেখে খোঁজা-খুজি করা হয়।

এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা ইশরাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মানসুর বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!