৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় মহাসড়কের বিভাজকে ওঠে গেল যাত্রীবাহী বাস, যাত্রী আহত ৪১

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কের বিভাজকের উপরে উঠে গেছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় আহত হয়েছেন বাসে থাকা ৪১ জন যাত্রী।

রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী যাত্রীবাহী বাসটি বেপরোয়াভাবে আমিরাবাদে এসেই মহাসড়কের বিভাজকে উঠে পড়ে।

এ সময় বাসের যাত্রীরা ঘুম ঘুম চোখে ছিল। হঠাৎ বাস এভাবে বিভাজকে উঠে পড়ায় বেশির ভাগ যাত্রী আহত হন। এ সময় ভয়ে জানালা দিয়ে লাফ দেন অনেকেই।

এদিকে, ঘটনার পর পালিয়েছেন চালক। আহত যাত্রীরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে যার যার গন্তব্য রওনা দেন। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকায়।

পরে বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কিভাবে এই দুর্ঘটনা, কার গাফিলতি ছিল-তা তদন্ত করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!