১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার চান্দিনা পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৩০ মে) বিকেলে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- কুটুম্বপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৬) ও তার খালাতো ভাই নাওতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে নিরব (৬)।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেলে কুটুম্বপুর পূর্বপাড়া ওয়াদূধ মূহুরী বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুটুম্বপুর মদিনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদিনা মেডিকেল হাসপাতালে ডা. মহিউদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই ইয়াছিন ও নিরবের মৃত্যু হয়।

আরো দেখুন
error: Content is protected !!