২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরার সময় গাছ পড়ে শাহাদাত হোসেন (৩৪) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১আগস্ট) সকালে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া (আদর্শ গ্রাম) পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শাহাদাত হোসেন সোনাকাটিয়া (আদর্শ গ্রাম) পূর্ব পাড়ার মৃত কানু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মোহাম্মদ শাহাদাত হোসেন কিছুদিন আগে দুবাই থেকে ছুটিতে দেশে আসেন। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পানির চাপে পৌরসভাসহ ১৩ ইউনিয়নের বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে।

এতে ভেসে গেছে পুকুর-ডোবাসহ বহু মাছের প্রজেক্ট। ফলে উপজেলার বিভিন্ন স্থানে মানুষ জাল দিয়ে মাছ ধরছে।

প্রবাসী শাহাদাত হোসেনও বুধবার সকালে বাড়ির পাশের একটি কালভার্টের সামনে জাল দিয়ে মাছ ধরতে যায়।

সকাল সোয়া ৯টার দিকে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

আরো দেখুন
error: Content is protected !!