২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার দাউদকান্দিতে চাপাতি ও লোহার পাইপসহ দুজন আটক

নিউজ ডেস্ক।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খিলাইল ফ্যাক্টরি এলাকায় দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ।

আটকেরা হলেন দাউদকান্দি উপজেলার দক্ষিণ গাজীপুর গ্ৰামের মো. সজল (২৪) ও চান্দিনা উপজেলার সব্দুলপুর গ্ৰামের রুবেল স্বর্ণকার (৩০)।

গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খিলাইল ফ্যাক্টরি এলাকায় ডাকাতির পরিকল্পনার খবর পায় পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মো. সজল (২৪) ও রুবেল স্বর্ণকার (৩০) নামের দুজনকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, ‘আটকদের দেহ তল্লাশি করে ২টি চাপাতি ও ২টি লোহার পাইপ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছে। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!