২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে প্রাণ গেলো নারীর

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে আমেনা বেগম মুহুনী (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার রামচদ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম মুহুনী একই এলাকার লাহু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে ঘর থেকে বের হয়ে আমেনা বেগম উঠানে যান। এসময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাশ চন্দ্র ধর জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!