৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর হাত বিচ্ছিন্ন

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাতে সদর দক্ষিণ উপজেলার নেউরা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম দিল নাহার (১৯)। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানির শ্রমিক। দিল নাহার রাজা পাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেউরা হয়ে রাজাপাড়ায় যাওয়ার সময় অসাবধানতাবশত দিল নাহারের ওড়না ইজিবাইকের চাকায় আটকে যায়। এসময় তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক মো. নাফিস আহমেদ জানান, ইজিবাইকে ওড়না পেঁচিয়ে হাত বিচ্ছিন্ন হওয়া এক নারীকে আনা হয়েছে। তিনি জরুরি বিভাগে ভর্তি আছেন। তার চিকিৎসা চলছে।

তিনি বলেন, ওই নারীর বাঁ হাত বিচ্ছিন্ন হয়েছে। এখন রক্তনালীগুলো জোড়া লাগিয়ে তার হাত শরীরের সাথে জোড়া লাগানো হয়েছে। তবে ৪৮ ঘণ্টা পর নিশ্চিত বলা যাবে তার হাত জোড়া লাগবে কি না।

আরো দেখুন
error: Content is protected !!