কুমিল্লায় এ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহনের আড়ালে গাঁজা পরিবহন!
👁️মহানগর নিউজ ডেস্ক ✒️
কুমিল্লা চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক দিয়ে এ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহনের আড়ালে মাদকদ্রব্য পরিবহনের সময় দুইমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। দিনাজপুর জেলার সদর থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ সুমন(৩৫) ও ২। দিনাজপুর জেলার বিরামপুর থানার ভাগলপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ মুসফিকুর রহমান (৩২)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ জুলাই ২০২১ ইং তারিখ গভীর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার আমতলী এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে এ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহনের আড়ালে মাদকদ্রব্য পরিবহনের সময় ৫১ (একান্ন) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ এ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহনের আড়ালে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালিথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।