১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ১৬ জনের। মৃত্যু ০২ জন,

সৈয়দ বদরুদ্দোজা টিপু
গতকাল ০৫লা জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৬জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯০৪জন আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৪১জনে দাঁড়ালো।

গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ১৪৪। সর্বমােট নমুনা প্রেরন: ৭৬,৩৮৩। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ১৮৬। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৬,২৮২। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১৬

সিটি- ০৬ আদর্শ সদর- ০১ বুড়িচং- ০১ চৌদ্দগ্রাম- ০১ দাউদকান্দি- ০১ লাকসাম- ০১ নাঙ্গলকোট- ০৫

সর্বমােট শনাক্ত: ১২,৯০৪। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৮.৬%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৩০। সিটি- ৩০

সর্বমােট সুস্থ: ১০,৬৭৩। গত ২৪ঘন্টায় মৃত: ০২। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা:

চৌদ্দগ্রাম- ০১ (পুরুষ, ৬৫ বছর)। নাঙ্গলকোট- ০১ (পুরুষ, ৫৫ বছর)। সর্বমােট মৃত: ৪৪১। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ১০৯ এদের মধ্যে নতুন সনাক্ত:০০

আরো দেখুন
error: Content is protected !!