২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ১৩ জনের। মৃত্যু ০১

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১০জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৩জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৯৩জন।আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৪৫জনে দাঁড়ালো।

গতকাল ১০জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৬২। সর্বমােট নমুনা প্রেরন: ৭৭,৪৫৮। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ১৮৬। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৭,৩৩৮। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১৩।

সিটি- ০৪ সদর দক্ষিণ- ০৩ বুড়িচং- ০১ চান্দিনা- ০১ দাউদকান্দি- ০১ লাকসাম- ০১ বরুড়া- ০২

সর্বমােট শনাক্ত: ১২,৯৯৩। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৭%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৩০। সিটি- ৩০। সর্বমােট সুস্থ: ১০,৮৪৩। গত ২৪ঘন্টায় মৃত: ০১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: দেবিদ্বার- ০১ (পুরুষ, ৬৫ বছর) সর্বমােট মৃত: ৪৪৫। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১০৯ এদের মধ্যে নতুন সনাক্ত: ০৪

আরো দেখুন
error: Content is protected !!