কুমিল্লায় করোনা শনাক্ত ২২ জনের। মৃত্যু ০১ জন,
কুমিল্লা প্রতিনিধি
গতকাল ০৮জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ২২জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৫৭জন আজকের রিপোর্টে একমৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৪৪জনে দাঁড়ালো।
গতকাল ০৮জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ২৩২। সর্বমােট নমুনা প্রেরন: ৭৭,১৯০। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২৭৪। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৬,৯১৪। গত ২৪ঘন্টায় শনাক্ত:২২
সিটি- ১২ বুড়িচং- ০১ ব্রাহ্মণপাড়া- ০১ চৌদ্দগ্রাম- ০২ লাকসাম- ০৩ নাঙ্গলকোট- ০১ বরুড়া- ০২
সর্বমােট শনাক্ত: ১২,৯৫৭। গত২৪ঘন্টায় শনাক্তের হার: ৮%।গত ২৪ঘন্টায় সুস্থ: ৪০। সিটি- ৪০। সর্বমােট সুস্থ:১০,৭৮৮
গত ২৪ঘন্টায় মৃত: ০১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: সিটি- ০১ (মহিলা, ৮০ বছর)। সর্বমােট মৃত: ৪৪৪। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ৯৭। এদের মধ্যে নতুন সনাক্ত: ০১