৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ২৩ জনের। মৃত্যু ০১

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১১জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৩জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৬জন। আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৪৬জনে দাঁড়ালো।

গতকাল ১১জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৫০। সর্বমােট নমুনা প্রেরন: ৭৭,৫০৮। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ১৬৩ সর্বমােট রিপোর্ট প্রাপ্তি:৭৭,৫০১। গত ২৪ঘন্টায় শনাক্ত: ২৩

সিটি- ১১ বুড়িচং- ০১ ব্রাহ্মণপাড়া- ০২ চৌদ্দগ্রাম- ০২ লাকসাম- ০৪ নাঙ্গলকোট- ০১ বরুড়া- ০১ মুরাদনগর- ০১

সর্বমােট শনাক্ত: ১৩,০১৬। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১৪.১%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪০। সিটি- ৩৫ আদর্শ সদর- ০৫। সর্বমােট সুস্থ: ১০,৮৮৩। গত ২৪ঘন্টায় মৃত: ০১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১
উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: চান্দিনা-০১ (পুরুষ, ৬৫ বছর)। সর্বমােট মৃত: ৪৪৬। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১০০। এদের মধ্যে নতুন সনাক্ত: ০০

আরো দেখুন
error: Content is protected !!