bn বাংলা
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ৩৩ জনের। মৃত্যু ০১

সৈয়দ বদরুদ্দোজা টিপু
গতকাল ৩১মে কুমিল্লা জেলায় নতুন করে আরও ৩৩ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯৩জন।

আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৩৪জনে দাঁড়ালো।

গত ২৪ঘন্টায় নমুনা প্রেরন: ৪২৯। সর্বমােট নমুনা প্রেরন: ৭৫,৪২৫। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২৮৮। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৪,৯৩৯। গত্য ২৪ঘন্টায়্য শনাক্ত: ৩৩

সিটি- ১৮ আদর্শ সদর- ০৩ বুড়িচং- ০১ চান্দিনা- ০১ দেবিদ্বার- ০১ বরুড়া- ০১ মনোহরগঞ্জ- ০১ হোমনা- ০৭

সর্বমােট শনাক্ত: ১২,৭৯৩। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১১.৫%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৩০। সিটি- ৩০

সর্বমােট সুস্থ: ১০,৫০৩। গত ২৪ঘন্টায় মৃত: ০১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা:

ব্রাহ্মণপাড়া- ০১ (পুরুষ, ৬৫ বছর)। সর্বমােট মৃত: ৪৩৪ বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ৭৯। এদের মধ্যে নতুন সনাক্ত: ০১

আরো দেখুন
error: Content is protected !!