২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ৩৭ জনের। সুস্থ্য ৩৫জন, মৃত্যু ০২

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১৭জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ৩৭জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২১৫জন।আজকের রিপোর্টে দুই জন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫৪জনে দাঁড়ালো।

গতকাল ১৭জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান,

গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৩৮০। সর্বমােট নমুনা প্রেরন: ৭৯,৫০৪। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২৯২। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৯,০২৭। গত ২৪ঘন্টায় শনাক্ত: ৩৭

সিটি- ২১ আদর্শ সদর- ০৪ সদর দক্ষিণ- ০১ বুড়িচং- ০৩ চান্দিনা- ০১ দেবিদ্বার- ০১ নাঙ্গলকোট- ০১ বরুড়া- ০১ তিতাস- ০২ হোমনা- ০২

সর্বমােট শনাক্ত: ১৩,২১৫। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১২.৭%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৩৫ সিটি- ৩৫। সর্বমােট সুস্থ: ১১,১১৫। গত ২৪ঘন্টায় মৃত: ০২

এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০২ উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: বরুড়া- ০২ (পুরুষ, ৭৫ বছর মহিলা, ৪৭ বছর) সর্বমােট মৃত: ৪৫৪। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ৯২। এদের মধ্যে নতুন সনাক্ত: ০১

আরো দেখুন
error: Content is protected !!