১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ৪০ জনের। মৃত্যু ০৫

সৈয়দ বদরুদ্দোজা টিপু
গতকাল ২৪মে কুমিল্লা জেলায় নতুন করে আরও ৪০জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৫৯জন। আজকের রিপোর্টে পাঁচজন মৃত্যু দেখানো হয়েছে । সর্বমােট মৃত: ৪২৯ জন।

গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৩৬৯। সর্বমােট নমুনা‌ প্রেরন: ৭৩,৮৫৯। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২৭৮। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৩,৩৮২। গত ২৪ঘন্টায় শনাক্ত: ৪০

সিটি- ১৯ আদর্শ সদর- ০২ সদর দক্ষিণ- ০৪ বুড়িচং- ০৩ ব্রাহ্মণপাড়া- ০১ দাউদকান্দি- ০১ দেবিদ্বার- ০১ লাকসাম – ০২ লালমাই- ০১ নাঙ্গলকোট- ০১ বরুড়া- ০৩ মনোহরগঞ্জ- ০১ তিতাস- ০১

সর্বমােট শনাক্ত: ১২,৬৫৯। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১৪.৪%। গত ২৪ঘন্টায় সুস্থ: ২০। সিটি- ২০

সর্বমােট সুস্থ: ১০,৩৪৫। গত ২৪ঘন্টায় মৃত: ০৫
এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত:০৩ উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা:

সিটি- ০১ (পুরুষ, ৯৫ বছর)
বুড়িচং- ০১ (পুরুষ, ৬৫ বছর)
ব্রাহ্মণপাড়া- ০১ (পুরুষ, ২৩ বছর)
সদর দক্ষিণ- ০১ (পুরুষ, ৮৫ বছর)
বরুড়া- ০১ (পুরুষ, ৭০ বছর)

সর্বমােট মৃত: ৪২৯। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ৯১। এদের মধ্যে নতুন সনাক্ত: ০১

আরো দেখুন
error: Content is protected !!