১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিনহাজ সাদ্দাম এর সুন্দর কবিতা -দুখু মিয়া…

📖 : দুখু মিয়া…

✍ : মিনহাজ সাদ্দাম।
________________

 

গভীর কালো আঁধার দিয়ে
বাংলা ছিল ঢাকা
পরাধীনতার রং তুলিতে
বিষাদের ছবি আঁকা।

জিম্মি ছিল জীবন যাপন
বৃটিশদেরই হাতে
অত্যাচার আর জোর জুলুম
চলতো দিবা রাতে।

দিনে দিনে বাড়তে থাকে
বাংলার উপর অবিচার
গরীব দুঃখীর পাশে নজরুল
কলম হাতে সোচ্চার

প্রতিবাদের মশাল জ্বেলে
এগিয়ে এলেন তিনি
বিদ্রোহী তার কাব্য গানে
বাংলা হলো ঋণী।

গরীব দুঃখীর নয়ন মনি
সকল বিপদের ভরসা
পিছিয়ে যাননি কারোর বিপদে
কাউকে করেনি নিরাশা ।

সকল জাতি তার ভালবাসা
বাংলা তার প্রাণে,
পরোয়া করেননি কোনো ভয়
বৃটিশ নির্মূল ধ্যানে।

এই আমাদের দুখু মিয়া
কাঁদেন সকলের দুঃখে
বাংলার বুকে চিরজীবী
কে বা তাকে রুখে।

প্রেমের কবি গানের কবি
সুরেলা কন্ঠের পাখি
গজল নাতের মায়ার টানে
হৃদয় ভরিয়ে রাখি।

🇧🇩বিদ্রোহী কবি, গানের কবি, প্রাণের কবি- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম বার্ষিকী স্মরণে। তার বিদেহী আত্মাকে শান্তি জানিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।

(বিঃদ্রঃ-পান্ডুলিপি সংরক্ষিত-)
ঝালকাঠি সদর, ঝালকাঠি।
তারিখ: ২৪মে ২০২১ইং

আরো দেখুন
error: Content is protected !!