২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ৫৪ জনের। সুস্থ্য ৪২জন

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১৬জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ৫৪জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৭৮জন। আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়নি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫২জনে দাঁড়ালো।

গতকাল ১৬জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৩০০। সর্বমােট নমুনা প্রেরন: ৭৯,১২৪। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৩৩০। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৮,৭৩৫। গত ২৪ঘন্টায় শনাক্ত: ৫৪

সিটি- ২৭ আদর্শ সদর- ০১ সদর দক্ষিণ- ০৩ বুড়িচং- ০১ ব্রাহ্মণপাড়া- ০১ চৌদ্দগ্রাম- ০১ দেবিদ্বার- ০৩ লাকসাম- ০৩ নাঙ্গলকোট- ০৯ বরুড়া- ০১ মনোহরগঞ্জ- ০৪

সর্বমােট শনাক্ত: ১৩,১৭৮। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১৬.৪%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪২। সিটি- ৩৪ সদর দক্ষিণ- ০২ নাঙ্গলকোট- ০৬। সর্বমােট সুস্থ: ১১,০৮০। গত ২৪ঘন্টায় মৃত: ০০। সর্বমােট মৃত: ৪৫২

বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১২৫। এদের মধ্যে নতুন সনাক্ত: ০০

আরো দেখুন
error: Content is protected !!