১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় গৌরীপুরে সড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মে) বিকেলে উপজেলার গৌরীপুর পেন্নাই বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে সকাল সাড়ে ১০টায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৩টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

দুষ্কৃতকারীরা অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে যায় বলে ধারণা পুলিশের।

আরো দেখুন
error: Content is protected !!