২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় জনতার ধাওয়ায় পিস্তল ফেলে পালিয়েছে সন্ত্রাসী।

অনলাইন ডেস্ক
কুমিল্লায় জনতার ধাওয়ায় এক সন্ত্রাসী পিস্তল ফেলে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে পিস্তলটি উদ্ধার করে। আজ সন্ধ্যায় (২৫ মে) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের যুবলীগ নেতা মনির ফরাজির ওপর একই ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের আবুল হাশেমের ছেলে সন্ত্রাসী সায়েম পিস্তল ঠেকিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসী সায়েমকে স্থানীয় জনতা ধাওয়া করলে, সে পিস্তল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার এস আই খাদেমুল বাহার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ পিস্তলটি উদ্ধার করে।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার জানান, পিস্তল উদ্ধার করা হয়েছে। দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!