২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় নতুন করে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪৮

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ দিনে ৪৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এতে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার: ১২.৬% ।

এদিনে জেলায় নতুন মৃত্যু হয়েছে ৫ জনের। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু সংখ্যা ৩৮৮।

এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০৪

উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা:
সিটি- ০২ (পুরুষ, ৭২ বছর)
বুড়িচং- ০১ (পুরুষ, ৫৭ বছর)
লালমাই- ০১ (মহিলা, ৫৫ বছর)
বরুড়া- ০১ (পুরুষ, ৯০ বছর)
আদর্শ সদর- ০১ (মহিলা, ৬৫ বছর)

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে-
কুমিল্লা সিটি- ২২
লালমাই- ০২
বুড়িচং- ০৫
ব্রাহ্মণপাড়া- ০১
লাকসাম- ০৭
চান্দিনা- ০৪
নাঙ্গলকোট- ০১
বরুড়া- ০৩
দেবিদ্বার- ০২
তিতাস- ০১

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১২,৬৬ জন। সর্বমোট মৃত্যুবরন করেছেন ৩৮৮ জন। নতুন ২০ জনসহ মোট ৯ হাজার ৮৮৮৬ জন সুস্থ্য হয়েছেন।

কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ৬৯ হাজার ৩৮৭ জনের ও রিপোর্ট পাওয়া গেছে ৬৮ হাজার ৯২৩ জনের। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ২৬২, এদের মধ্যে নতুন সনাক্ত: ২ জন।

আরো দেখুন
error: Content is protected !!