৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রাইভেটকার, মোটরসাইকেল সংঘর্ষ আরোহী নিহত,আহত ৪

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মনিপুর এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

এই ঘটনায় আরো চারজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম মুখী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রী শাহ আলম নিহত হন। নিহত শাহ আলম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাঝিগাছার এলাকার বাসিন্দা।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!