৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিলো স্বামী’

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দেবিদ্বারে যৌতুক আনতে অস্বীকৃতি জানালে কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আসাদ সরকারের বিরুদ্ধে। উপজেলার গুনাইঘর গ্ৰামে এই ঘটনা ঘটে।

গত শনিবার (২৩) এপ্রিল সকালে আগুন দেওয়ার পর অগ্নিদগ্ধ সাদিয়া আক্তার এখন ঢাকা শেখ হাসিনা হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শরীরের প্রায় অর্ধেকাংশ পুড়ে গেছে।

ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।

ঘটনায় অভিযুক্ত স্বামী আসাদ সরকার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে। দগ্ধ সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মোঃ অপুল সরকারের মেয়ে।

দগ্ধ সাদিয়া জানান, ‘বাবা মারা যাওয়ার পর আমার স্বামী যৌতুকের জন্য চাপ দিতো। সাত-আট লাখ টাকা না দিলে আমাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অনেক বার।

শনিবার আমি বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকৃতি জানালে আমার স্বামী আমার গায়ে কেরোসিন ঢেলে আগুণ জ্বালিয়ে দেয়।

এই ঘটনার বিষয়ে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, ‘কিভাবে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তা জানা নেই। তবে মেয়ের পরিবারের কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন
error: Content is protected !!