৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা চকবাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সভাপতি সালেক সাধারন সম্পাদক পারভেজ

কুমিল্লা চকবাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুল সালেক সভাপতি ও সৈয়দ মুহাম্মদ পারভেজ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ জুলাই) কুমিল্লা আলিয়া মাদ্রাসা শ্রেণী কক্ষে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে নির্বাচন শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

তারপর সকল প্রার্থী, ব্যবসায়ী সমিতির বিশিষ্ট ব্যক্তিগন ও সাংবাদিকদের উপস্থিতিতে ভোট গণনা করে ফল প্রকাশিত হয়।

অন্যান্য পদে সহ-সভাপতি আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ পাখি, কোষাধ্যক্ষ হাজী আবু তাহের, দপ্তর সম্পাদক বাহার উদ্দিন, প্রচার সম্পাদক মো.আবু তাহের নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন অফিসার ছিলেন কুমিল্লা জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো.সানাউল হক এবং নির্বাচন উপদেষ্টা ছিলেন কুমিল্লা জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, রিটার্নিং অফিসার আলহাজ্ব আনোয়ার হোসেন খোকন,আহবায়ক হেলাল উদ্দিন, মো. জাহাঙ্গীর হোসেন,জালাল উদ্দীন,শাহাআলম মিয়া।

আরো দেখুন
error: Content is protected !!