[gtranslate]
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা চান্দিনায় মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় শিপন (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন চান্দিনা উপজেলা সদরের রূপনগর ঈমান বাড়ির শহিদুল ইসলামের ছেলে। তিনি মহারং গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন এবং রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের মামা কবির হোসেন জানান, একটি অজ্ঞাতনামা ঢাকামুখী বাস শিপনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তবে ততক্ষণে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত বাসটিও পাওয়া যায়নি।

আরো দেখুন
error: Content is protected !!