৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা তিতাসে ভারতীয় মদ ও প্রাইভেট কারসহ আটক ০২

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা তিতাস উপজেলায় ৯৬ বোতল ভারতীয় মদ ও বহনকারী একটি প্রাইভেট কারসহ দুইজনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।

রবিবার (৮ মে) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার রোড আলাউদ্দিনের চায়ের দোকানের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।

আটকৃতরা হলেন, সিলেট জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রামের ছগির আহমেদের ছেলে মনির আহমেদ(২৫) ও ১নং লক্ষীপুর টিল্লাবাড়ীর হাসেম মিয়ার ছেলে সুমন (২৮)।

জানান যায়, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাসের নির্দেশনায় ও ওসি তদন্ত রফিকুল ইসলাম এর নেতৃত্বে রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এস আই গিয়াস উদ্দিন, এএসআই বোরহান ও শাহজান থানা রোডের সামনে থেকে ৯৬ বোতল ভারতীয় মদ ও বহনকারী একটি প্রাইভেট কারসহ দুইজনকে আটক করে।

আরো দেখুন
error: Content is protected !!