২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দিতে বিষ্ণমূর্তি উদ্ধার

মহানগর ডেস্ক।।
কুমিল্লার দাউদকান্দিতে প্রায় ১২ কেজি ওজনের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গোয়ালী গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ফারুক মেম্বার জানান, গোয়ালী গ্রামের কবরস্থানের মাটি ভরাট করতে গিয়ে পুকুর খনন করার সময় শ্রমিকরা এই মুর্তিটি পায়। এলাকার কিছু লোকজন মুর্তি পাওয়ার ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। রাতে পুলিশ এসে মূর্তিটি থানায় নিয়ে যায়। মূর্তিটির ওজন প্রায় ১০/১২ কেজি হবে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।

কবরস্থান ভরাট কাজের দায়িত্ব পালনকারী চরগোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বুলবুল আহম্মেদ বলেন, ২০/২৫দিন আগে মাটি কাটার সময় আমরা মূর্তিটি পাই। ব্যাক্তিগত কাজে ব্যাস্ত থাকায় পুলিশকে জানাতে পারিনি।

দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রাচীন মূর্তিটি উদ্ধার করেন। দৈর্ঘ্য ২৩ এবং প্রস্থ সাড়ে নয় ইঞ্চির মূর্তিটি কেউ বলছে বিষ্ণু মূর্তি কেউ বলছে কষ্টি পাথরের। এক্সপার্ট দিয়ে যাচাই করার পর কোনটি সঠিক বলা যাবে। তবে মূর্তিটির বেশ ওজন রয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!