৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দি, গৌরীপুর বিলিয়ার্ড সেন্টারে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি।।
করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা বর্তমানে তাদের পাঠ্য পুস্তকের সাথে সম্পর্ক যখন গড়তে যাচ্ছে।

ঠিক তখন আসক্ত হয়ে পড়ছে পোল গেইমে। এই গেইমে ছেলেদের সাথে মিশে বিভিন্ন ধরনের নেশায় জড়িয়ে পড়ছে কেউ কেউ। এতে বাড়ছে বিভিন্ন ধরনের অপরাধ। তৈরি হচ্ছে কিশোর গ্যাং।

সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবালের নেত্বৃতে উপজেলার গৌরীপুর ফাতেমা প্লাজার দ্বিতীয় তলা অবস্থিত গৌরীপুর বিলিয়ার্ড সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালান।

এসময় বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের পোল গেইমে খেলার কারণে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আটক করলে পরে মুচলেকা দিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, গৌরীপুর বিলিয়ার্ড সেন্টারে স্কুল শিক্ষার্থীরা পোল গেইমে দিন দিন আসক্ত হওয়ায় পড়া-লেখায় অমনোযোগী হয়ে পড়ছে। অনেকে স্কুলে যাওয়ার নাম করে পোল গেইমে সময় কাটাচ্ছে।

সকাল থেকে রাত পর্যন্ত আসক্ত হয়ে পড়ায় অনেকের শিক্ষাজীবনে ইতি টানতে শুরু করছে। অল্প বয়সে পোল খেলা সুযোগ পাওয়ার কারণে তারা তাদের ইচ্ছামতো পড়া লেখা সময় ব্যয় করছে। অনেকেই আবার মধ্য রাত জেগে পোল খেলার পেছনে সময় ব্যয় করছে।

সাম্প্রতিককালে ছেলেমেয়েদের নজর কাড়ছে ‘গৌরীপুর বিলিয়ার্ড সেন্টার দ্বারা প্রতিষ্ঠিত পোল নামের এই গেমটি । এই গেমটি এখন প্রায় মাদকদ্রব্যের মতো ছড়িয়ে পড়েছে দাউদকান্দি উপজেলাসহ এর আশপাশ উপজেলায়।

যারা এ গেম খেলছে, তাদের অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে বলে জানা গেছে। কখনো কখনো গেইমে টাকা শেষে হয়ে গেলে গেম খেলতে না-পারলে তারা দুর্ব্যহার করছে মা-বাবার সঙ্গে। এ গেমে আসক্তদের প্রতিটি পরিবার এ মুহূর্তে অনেক আতঙ্কে বসবাস করছে বলে মনে হচ্ছে।

শিক্ষার্থীদের পোল গেইমে আসস্তির বিষয়ে জানতে চাইলে একজন অভিভাবক জানান শুক্র ও শনিবার দুই দিন স্কুল বন্ধ থাকায় এই সুযোগে কোমলমতি শিক্ষার্থীরা এই গেইমে আসক্তি হয়ে পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ধীরে ধীরে।

সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সময়ে স্কুল, কলেজ বন্ধ রাখার কারণে আমাদের নতুন প্রজন্ম বড় ধরনের এক অন্ধকার পথে চলে যাচ্ছে বলে আমার ধারণা।

গৌরীপুর বিলিয়ার্ড সেন্টার কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আর পোল খেলতে দেবেনা বলে জানান।

আরো দেখুন
error: Content is protected !!