২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষ্ণার ২ গোল দেখতে না পেয়ে মায়ের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক।।
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে উল্লাসে মেতেছে গোটা দেশ।

টাঙ্গাইলের গোপালপুরের নিভৃত গ্রামে বসেও সেই উল্লাস উপলব্ধি করতে পারছেন নমিতা রাণী সরকার। তিনি জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার কৃষ্ণা রাণী সরকারের মা।

তবে লোডশেডিং বেশ কিছুটা আক্ষেপ তৈরি করেছে নমিতা রাণীর মনে। ফাইনাল ম্যাচে দুটি গোল করেছেন তার মেয়ে অথচ বিদ্যুৎ না থাকায় সেই মধুর দৃশ্য বঞ্চিত হয়েছেন নমিতা৷

বাংলাদেশের জয়ে জোড়া গোল করেন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মেয়ে কৃষ্ণা রাণী সরকার। তবে বিদ্যুৎ না থাকায় মেয়ের এমন কৃতিত্ব দেখতে পারেননি কৃষ্ণার মা নমিতা রাণী সরকার। খেলা শেষ হয়ে যাওয়ার পর প্রতিবেশীদের মুখে শুনেছেন মেয়েদের নেপাল জয়ের কথা।

মোবাইল ফোনে নমিতা রাণী বলেন, ‘সারাদিন উদ্বিগ্ন ছিলাম। বিদ্যুৎ না থাকায় খেলা দেখতে পারি নাই। তবে পরে জানতে পারি আমার মেয়েরা জিতেছে। আমি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চাই।’

নমিতা রাণী বলেন, ‘আমার মেয়ের ফুটবল খেলা নিয়ে যারা একসময় কটাক্ষ করতো তারাই এখন এসেছে অভিনন্দন জানাতে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।’

সোমবার কৃষ্ণা রাণী সরকারের জোড়া গোলে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলের জয়ে সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। হিমালয় কন্যাদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল জিতে ইতিহাস গড়েছেন সাবিনা-কৃষ্ণারা।

উল্লেখ্য, কৃষ্ণা রাণীর জন্ম টাঙ্গাইলের গোপালপুরে। তিনি বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। কৃষ্ণা বসুন্ধরা কিংস মহিলা দল ও বাংলাদশ মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে ফরোয়ার্ড হিসাবে খেলেন।

এর আগে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল এবং গোপালপুর সুতি ভি এম পাইলট মডেল হাইস্কুল ও টাঙ্গাইল জেলা দলের হয়ে খেলেছেন।

আরো দেখুন
error: Content is protected !!