পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যাস বেলুন বিস্ফোরণের মামলায় ৩ আসামি গ্রেপ্তার
নিউজ ডেস্ক।।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, মো. বাবুল, মনিক ও কিবরিয়া।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কশিনার (ডিবি-মিডিয়া) আবু সায়েম নয়ন বলেন, ওই অনুষ্ঠানে জননিরাপত্তা বিঘ্নিত করতে কৌশলে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। এ অভিযোগে গ্রেপ্তারকৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।