[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা দেবিদ্ধারে প্রাইভেটকার চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে দেবিদ্বর উপজেলার ছয়ঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাকিম (৬০)। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। তিনি ঘটনাস্থলের পাশে একটি অটোরাইস মিলে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি নজরুল জানান, সকাল ৭ টায় প্রাইভেটকারটি বেপারোয়া গতিতে যাচ্ছিল। এ সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাকিম।

পরে একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হাকিমকে চাপা দিয়ে প্রাইভেটকারটি ধান ক্ষেত্রে পড়ে যায়।

এতে প্রাইভেটকারচালক, তার স্ত্রী ও কন্যা আহত হয়। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি।

আরো দেখুন
error: Content is protected !!