১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু ৯ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় ডেস্ক।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। স্নাতকোত্তরের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা শুরুতে নেয়া হবে।

রোববার (২৯ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

তিনি বলেন, পরীক্ষা কমিটির সভায় আগামী ৯ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শুরু হবে পরীক্ষা।

প্রতি ভবনে সকালে ও বিকেলে শিফট করে প্রতিদিন দুইটি পরীক্ষা হবে। অগ্রধিকারের ভিত্তিতে ১ম ও ২য় সেমিস্টারের পরীক্ষা নেয়া হবে। স্নাতক পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

এর আগে রোববার সকালে একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন ও অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে গেল বছরের ২০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু করে।

পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়। গত ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে স্শরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।

আরো দেখুন
error: Content is protected !!