১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাজাঁসহ গ্রেফতার ৩

কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম( বার) সার্বিক দিকনিদের্শনা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কুমিল্লার বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক( পিপিএম) এর নেতৃত্বে এস আই বিনোদ দস্তিদার,এ এস আই মোঃ আরিফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান কালে বুড়িচং থানাধীন ৩নং সদর পূর্নমতি সাকিনের কোরিয়ান রোডের মাথায় কুমিল্লা টু ব্রাহ্মণপাড়া সড়ক হতে ৩ কেজি গাজাঁসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল মোঃ ইব্রাহিম (২৫), পিতা- মোঃ নুরুল আমিন, গ্রাম- গুয়াটন (হেমায়েত উদ্দিন কলেজের পশ্চিম পাশে বাড়ী), কীর্তিরহাট ইউ.পি, থানা- ঝালকাঠি সদর, ঝালকাঠি বর্তমান : জসিম ফকিরের বাড়ী, গ্রাম- ফতুল্লা, থানা- ফতুল্লা, নারায়নগঞ্জ, ২. মোঃ সাকিল প্রঃ সাকিব (৩৩), পিতা- মোঃ সাবের, ভাসমান ঠিকানা গ্রাম- মান্দাইল(: নদীর পাড় মসজিদের পাশে), জিনজিরা ইউ.পি, থানা- কেরাণীগঞ্জ, ঢাকা, ৩. মোঃ মানিক প্রকাশ মুসা (৩২), পিতা- মোঃ রহিম উল্লাহ, গ্রাম- ছনুয়া(রেনছু করিমের বাড়ির পাশে), ৩নং ওয়ার্ড, থানা- ফেনী সদর, ফেনী, বাংলাদেশ বর্তমান : গ্রাম- কামরাঙ্গীরচর(পুলিশ ফাঁড়ী গলি, রফিকুল ইসলামের ভাড়াটিয়া) থানা- কামরাঙ্গীরচর,

এসংক্রান্তে বুড়িচং থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরো দেখুন
error: Content is protected !!