১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় খেলার সময় পুকুরে ডুবে মারা যায় শিশু

ব্রাহ্মণপাড়ায় প্রতিনিধি

স্বজনরা জানান, খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় চার বছরের নিহাদুল।

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় খেলার সময় পুকুরে ডুবে নিহাদুল ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার ছোটধুশিয়া গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে। সে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামের মাসুক সরকারের ছেলে।

শিশুটির স্বজনরা জানান, খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় নিহাদুল। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন তারা।

পুকুর থেকে উদ্ধারের পর ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক নিহাদুলকে মৃত ঘোষণা করেন।

আরো দেখুন
error: Content is protected !!