কুমিল্লা রাজগঞ্জ বাজারে তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় শিশু খাদ্য, গুড়ো দুুধ, হোটেল ও নিত্যপণ্যের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়।
সোমবার ( ১২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অনুমোদনহীন শিশুখাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মাহমুদ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১২০ প্যাকেট অনুমোদনহীন শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়াও অনুমোদনহীন পাকিস্তানী ক্রিম বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে মিজান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনুমোদনহীন ক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
অস্বাস্থ্যকর উপায়ে খাবার প্রস্তুত ও অনুমোদনহীন লবণ ব্যবহার করায় মোল্লা হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা ও বাসি খাবার এবং লবণ ধ্বংস করা হয়।
আজ তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডিম, মাংস ও নিত্যপণ্যের দোকানেও তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।