৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজাসহ দুই জন গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি

কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজাসহ দুই জন গ্রেফতার।

কুমিল্লা কোতয়ালী থানাধীন ক্যান্টনমেন্ট ফাঁড়ি পুলিশের অভিযানে ১০কেজি গাঁজা সহ রোকসানা রাবেয়া(৩০) ও রাজিয়া বেগম (৩৮) নামে দুজনকে আটক করা হয়েছে।

সূত্র জানায়, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল এর নেতৃত্বে এস আই শামসুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১ টায় ক্যান্টনমেন্ট ফুটওভার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ দুজনকে আকট করেন।

আটককৃতরা উদ্ধারকৃত গাঁজা ঢাকায় নিয়ে যাওয়ার পথে ক্যান্টনমেন্ট পরিবহনের অপেক্ষমান ছিল। আকটকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার মৃত অজির মিয়া মেয়ে রোকসানা রাবেয়া ও দিনাজপুর জেলার ফুলমিয়ার মেয়ে রাজিয়া বেগম। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!