৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে এসবিএসএস’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনী সামগ্রী বিতরণ

মনোয়ার হোসেন,
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস(এসবিএসএস) এর উদ্যোগে এতিম, অসহায় ও হতদরিদ্র ১২০ জন নারী-পুরুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও শতাধিক মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা মজুমদার বাড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ টাকা তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক ফেরদৌস আহাম্মদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী ডিউক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মানিক, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হামিদুল ইসলাম মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে প্রতি বছরের ন্যায় এবারও এতিম, অসহায় ও হতদরিদ্র কর্মহীন দিনমজুর পরিবারের সদস্যরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ টাকা পেয়ে সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো দেখুন
error: Content is protected !!