১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জমি খুঁড়তেই উঠে এল দেড় কোটি টাকার হীরা!

ওয়েব ডেস্ক
জমি খুঁড়তেই উঠে এল দেড় কোটি টাকার হীরা!
ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলের চিন্না জোনাগিরি এলাকায়। জমি চাষ করছিলেন এক কৃষক। হঠাৎ মাটির নিচ থেকে উঠে আসে ৩০ ক্যারেটের একটি হীরার টুকরা, যা ১ কোটি ২০ লাখ টাকায় বিক্রি করেছেন ওই কৃষক। বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ইন্টারনেট ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশ ব্যাপারটি নিয়ে তদন্ত করতে শুরু করে। হীরা পাওয়ার খবরটি নিশ্চিত করে কুর্নুলের পুলিশ সুপার জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই এলাকায় মূল্যবান খনিজ পদার্থ পাওয়া খুব একটা নতুন নয়। জুন থেকে নভেম্বরের মধ্যে এই এলাকায় কুর্নুলে জেলার বহু মানুষ জড়ো হন মূল্যবান খনিজের খোঁজে। বর্ষার কারণে মাটির উপরের স্তর ধুয়ে যাওয়ার পরই খোঁজে নামেন স্থানীয়রা।

তবে এবারই প্রথম নয়, এর ২০১৯ একজন কৃষক এক টুকরা হীরা পেয়েছিলেন। যার দাম ছিল ৬০ লক্ষ টাকা। ২০২০ সালেও ওই এলাকায় জমি থেকে মূল্যবান বিভিন্ন ধাতু পেয়েছিলেন গ্রামবাসী।

আরো দেখুন
error: Content is protected !!