৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জুয়ার আসর থেকে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

নিউজ ডেস্ক।।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়ার আসর থেকে ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার হয়।

এসময় জুয়ায় ব্যবহৃত ওড়না, ১৫০ পিস তাস ও নগদ ১৫ হাজার ৫৮০ টাকা জব্দ করে। এ ব্যাপারে পুলিশের এস আই নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন- উপজেলার প্রভাকরদী গ্রামের বাবুল মিয়া (৪৫), রাকিব মিয়া (২২), বাবুল মিয়া (৪৫), বেনু মিয়া (৫০), কাওসার মিয়া (২৬), মো. সোমন (৩১), মানিক মিয়া (৩৩), শামীম মিয়া (৩৫), সাবুল মিয়া (৪৫), ইসমাইল হোসেন (৫৪), রেদোয়ান হক (২৫), শামীম মিয়া (২৮), সোহবার মিয়া, রামচন্দ্রদী গ্রামের সুজন মিয়া ও সত্যভান্দি গ্রামের হারছুল হক।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের রবিবার বিকেলে নারায়ণগঞ্জে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!