৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক।।
ছয় বছর পর ঢাকা মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।

জানা গেছে, একটি বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আগামী ৩০ জুন ঢাকায় আসছেন এ বলিউড তারকা।

তবে শুধু অতিথি হিসেবেই নয়, স্টেজে পারফর্ম করতেও দেখা যাবে শিল্পাকে।

ছয় বছর পর বাংলাদেশে আসার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত শিল্পা। এক ভিডিও বার্তায় ঢাকায় আসার খবর নিশ্চিত করে শিল্পা বলেন, ঢাকায় প্রধান অতিথি হয়ে আসছি। ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন, আমি খুবই এক্সাইটেড এ সফরের জন্য।

জানা গেছে, বনানীর পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকার বলরুমে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি।

দেশের বিভিন্ন শিল্পখাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেয়া হবে। এছাড়াও, অনুষ্ঠানটিতে থাকবে ফ্যাশন শো, ড্যান্স পারফরম্যান্স, মিউজিক্যাল পারফরম্যান্সসহ অনেক আয়োজন।

আরো দেখুন
error: Content is protected !!