৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে কুসিক মেয়র রিফাতের সৌজন্য সাক্ষাত ।

নিজস্ব প্রতিনিধি।।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।

সোমবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবনে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যান মেয়র রিফাত।

এসময় নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তারা প্রায় দুই ঘন্টাব্যাপি কুমিল্লার উন্নয়ন ও নানা বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, আরফানুল হক রিফাতকে বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত কর্মী হিসেবে অনন্য কুমিল্লা গড়ার যে স্বপ্ন নিয়ে কুমিল্লাবাসী ভোট দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন তা দৃঢ়তার সাথে পালন করার জন্য পরামর্শ দেয়া হয়।

আমি আশাবাদী সৃজনশীল রাজনীতির পাশাপাশি ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কুমিল্লায় বসবাসরত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে‌।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন, প্রায় ২ ঘন্টা ব্যাপি কুমিল্লার নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

মাননীয় মন্ত্রী বলেছেন, কুমিল্লার উন্নয়নে যা যা করা দরকার তা তিনি করতে চান। কুমিল্লার নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বাস্তবসম্মত উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিয়েছেন তিনি।

এর প্রেক্ষিতে নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত বলেছেন, কুমিল্লার উন্নয়নে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলবো। প্রয়োজনে স্টেকহোল্ডারদের সাথে বসবো। যেভাবেই কুমিল্লাকে সাজানো যায়, সেভাবেই চিন্তা-ভাবনা করবো।

আরো দেখুন
error: Content is protected !!