২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সম্প্রতি দলের পক্ষ থেকে জনসমাগম হয় এমন কর্মসূচি স্থগিত করে ভার্চুয়াল কর্মসূচি শুরু করে বিএনপি।

করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলেও বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন ডাকা হচ্ছে।

আরো দেখুন
error: Content is protected !!