১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১০৪০

অনলাইন ডেস্ক
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও এক হাজার ৪০ জনের শরীরে। শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্তদের মধ্যে একদিনে আরও এক হাজার ১৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৩৭ হাজার ৪০৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ১৫ হাজার ৫৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আটজন। এছাড়া চট্টগ্রামে ৪, রাজশাহীতে ৭, খুলনায় ৭, বরিশালে ১, সিলেটে ৫, রংপুরে ৪ এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১০ জন নারী। এর মধ্যে একজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন।

এ পর্যন্ত করোনায় মোট মারা যাওয়া ১২ হাজার ৫৪৯ জনের মধ্যে পুরুষ নয় হাজার ৬৫ জন এবং নারী তিন হাজার ৪৮৪ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। টানা কয়েক মাস করোনার সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বগতিতে থাকার পর তা আস্তে আস্তে কমে আসে। তবে চলতি বছরের মার্চ থেকে আবার বাড়তে থাকে করোনায় মৃত্যু ও সংক্রমণ। এটাকে করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

আরো দেখুন
error: Content is protected !!