bn বাংলা
২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নবাবগঞ্জে বাসস্ট্যান্ডে আগুন,পুড়েছে বেশ কয়েকটি বাস

নিজস্ব প্রতিবেদক

নবাবগঞ্জে বাসস্ট্যান্ডে আগুন, পুড়েছে বেশ কয়েকটি বাস ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি বাস।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার পর এ আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। আগুনে বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

আরো দেখুন
error: Content is protected !!