৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের আসল পরিচয় জানা গেল

নিউজ ডেস্ক।।
স্বপ্নের পদ্মা সেতুতে নাট-বল্টু খুলে টিকটক তৈরির ঘটনায় আটক বায়েজিদ এক সময় পটুয়াখালী জেলা ছাত্রদ‌লের কর্মী ছিলেন বলে জানা গেছে।

ত‌বে অনেক দিন ধ‌রে পটুয়াখালী‌তে থাকেন না তিনি। বর্তমানে সপরিবারে ঢাকায় থাকেন তারা।

বায়েজিদের বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন গণমাধ্যমকে জানান, বায়েজিদ আগে পটুয়াখালীতে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে তিনি অনেকদিন ধরে এলাকায় থাকেন না। এখন ঢাকায় রাজনীতি ক‌রে কিনা তা জানি না। স্বেচ্ছা‌সেবক দ‌লের এক সিনিয়র বড় ভাইয়ের সঙ্গে বায়েজিদ মিছিল-মি‌টিংয়ে অংশ নিতেন। ত‌বে কোনো পদে ছিলেন না।

জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের একা‌ধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, জেলা ছাত্রদ‌লের সা‌বেক সভাপতি বিপ্লব গাজীর অনুসারী ছিলেন বায়েজিদ। ত‌বে সে কোনো পদে ছিল না।

জেলার সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান মুক্তা জানান, বায়েজিদের পরিবার বিএন‌পির রাজনীতি করে। কিন্তু বায়েজিদ কী কর‌তো সেটা জানি না।

একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না‌সির উ‌দ্দিন খান জানান, বায়েজিদের বাড়ির সবাই যেহেতু বিএন‌পি করে, সেহেতু তার ছাত্রদল করাটা স্বাভাবিক।

এদিকে পদ্মার সেতুর নাট-বল্টু খোলার অপরাধে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৬ জুন) সন্ধ্যায় সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির একাধিক কর্মকর্তা।

সিআইডি জানায়, পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলা ওই যুবকের নাম বায়েজিদ তালহা। তার বাড়ি পটুয়াখালীতে। তিনি রাজধানীতে বেসরকারি চাকরি করেন।

সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ গণমাধ্যমকে জানান, তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে।

তিনি জানান, নাট বল্টু খুলে ফেলার ঘটনায় পদ্মা সেতুর উত্তর পাশের থানা বিশেষ ক্ষমতা আইনে বায়েজিদের বিরুদ্ধে মামলা করবে। বায়েজিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুর ১২টায় বায়েজিদের বিষয়ে সংবাদ সম্মেলন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার পুলিশ সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে কাইসার ৭১ (Kaisar71) নামে একটি টিকটক অ্যাকাউন্টের লোগো লাগানো ৩৬ সেকেন্ডের সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুটি নাট খুলছেন। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাঁহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডানহাতে নেন এবং আবার বাঁহাতের ওপর রাখেন।

নাট দুটি খুলে হাতের ওপর রেখে বলেন, এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এ সময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, নাট খুলে ভাইরাল করে দিয়েন না।

ভিডিওটি বায়েজিদের টিকটক অ্যাকউন্টে আপলোড করার পর ফেসবুকেও সেটি ভাইরাল হয়। তবে রোববার বিকেলে এই অ্যাকাউন্টে ‘প্রাইভেট’ করা অবস্থায় দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করেছেন।

আরো দেখুন
error: Content is protected !!