কুমিল্লা আদ-দ্বোহা হিফজ মাদ্রাসার ভর্তি উৎসব উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
মনোয়ার হোসেন।।
কুমিল্লার টমছমব্রিজ মধ্যম আশ্রাফপুরে আদ-দ্বোহা হিফজ মাদ্রাসার ভর্তি উৎসব উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আল মদিনা হাউজিং মাদ্রাসা সংলগ্ন মাঠে ভর্তি উৎসব উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ড. মু. দেলোয়ার হোসাইন।
প্রধান বক্তা ছিলেন ঢাকা আনোয়ার কলেজের অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক। প্রধান মেহমান ছিলেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পি.পি এডভোকেট বদিউল আলম সুজন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন দুখু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা মাঈনুল হক বাবলু।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান, মঞ্চ নাটিকা উপস্থাপন করেন স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইতিবৃত্ত সাংস্কৃতিক সংসদ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।