পদ্মা সেতুর পিলারে ধাক্কা: সেই ফেরির চালক আটক
পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া ফেরি শাহ জালালের বরখাস্ত হওয়া চালক আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের শিবচর থানায় শুক্রবার (২৪ জুলাই) রাতে পিলারে ধাক্কার ঘটনায় সাধারণ ডায়েরি করেন। এরপর শিমুলিয়া ঘাটে নোঙ্গর করা ফেরি শাহ জালাল থেকে পুলিশ তাকে আটক করে শিবচর থানায় নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে রো রো ফেরি শাহ জালাল। পথে ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১৭ নম্বর পিয়ার পাইল ক্যাপের উপরভাগ ও সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে দুর্ঘটনাস্থল পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটি পরিদর্শন করেছেন নৌ পরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ফেরি শাহ পরানে করে ঘটনাস্থল পরিদর্শন করেন।
শনিবার পদ্মা সেতুর ১৭ নম্বর পিলার পরিদর্শন করে আবার রাজধানী ঢাকায় ফিরে যান তারা।